সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন
বিস্তারিত জীবন বৃত্তান্তঃ-
জনাব মোসাঃ মাহবুবা বেগম ১১-১২-২০২২ খ্রিঃ তারিখে সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৭ তম ব্যাচের সদস্য। এর আগে তিনি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী (ফিমা)’র পরিচালক/প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন অডিট অধিদপ্তরে কর্মরত ছিলেন।
তিনি ASOSAI এর Blended Learning Specialist। তিনি ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আবুধাবি, লাওস সহ বিভিন্ন দেশে Audit, SAI-PMF এবং Strategic plan বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। নিরীক্ষা কার্য পরিচালনার জন্য তিনি হংকং, জাপান, পোল্যান্ড, কানাডা ভ্রমণ করেছেন। তিনি শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
জনাব মোঃ নূরুল ইসলামহিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) বিস্তারিত
জনাব মোসাঃ মাহবুবা বেগমচিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার বিস্তারিত